সহজে ভিটামিন সি পাওয়ার উপায়

বিভিন্ন প্রকার খাবার থেকে সহজেই মিলবে ভিটামিন সি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2020, 07:53 AM
Updated : 7 August 2020, 07:53 AM

ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে।

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে ভিটামিন সি গ্রহণের পরিমাণ বাড়ানোর সহজ উপায় সম্পর্কে জানানো হল।

দৈনিক ভিটামিন সি’য়ের চাহিদা

শরীর নিজে থেকে ভিটামিন সি উৎপাদন করতে পারেনা। তাই এটা বাইরে থেকে গ্রহণ করতে হয়। এক কাপ কমলার রস, ব্রকলি, লাল মরিচ পর্যাপ্ত ভিটামিন সি সরবরাহ করে।

দৈনিক ভিটামিন সি’র চাহিদা হল ৬৫ থেকে ৯০ মি.লি. গ্রাম থেকে সর্বোচ্চ ২০০০ মি.লি.গ্রাম।

যদিও অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ শরীরের কোনো ক্ষতি করে না। তবে অনেক সময় অতিরিক্ত ভিটামিন সি গ্রহণে বমিভাব, ডায়ারিয়া, মাথা ব্যথা, বুক জ্বালা, বমি, অনিদ্রা ও ব্যথা অনুভূত হতে পারে।

উপায়

যেকোনো খাবার যেমন- ডাল, সবজি, সুপ, সালাদ বা অন্য যে কোনো কিছুর ওপরে লেবুর রস চিপে নিন। লেবু খাবারে কড়া স্বাদ যোগ করবে পাশাপাশি। শাকসবজি ও ফলমূল না খাওয়ার ফলে রক্তঘটিত রোগ ‘স্কার্ভি’ প্রতিহত করতে সহায়তা করে। খোসা সহ গোটা লেবুতে ৮৩ মি.গ্রা, ভিটামিন সি থাকে যা দৈনিক চাহিদার ৯২ শতাংশ পূরণ করে।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার

ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য খাবারের তালিকায় রয়েছে পেয়ারা, থাইম, পার্সলে, কিউই, ব্রকলি, লিচু, পেঁপে, স্ট্রবেরি ও কমলা।

আরও পড়ুন