রূপচর্চায় টি ব্যাগের উপকারিতা

রূপচর্চায় নানাভাবে টি ব্যাগ ব্যবহার করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 02:41 PM
Updated : 19 May 2020, 02:41 PM

চা যেমন শরীরের অবসাদ দূর করে টি ব্যাগ তেমন ত্বকের অবসাদ দূর করতে সহায়তা করে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে রূপচর্চায় টি ব্যাগের নানান ব্যবহার সম্পর্কে জানানো হল।

চোখের ফোলাভাব কমাতে: রূপচর্চায় টি ব্যাগের অন্যতম ব্যবহার হল, চোখের ফোলাভাব কমাতে এটা সহায়তা করে। চায়ের ক্যাফেইন রক্তনালী সংকুচিত করে। ফলে প্রদাহ কমে। রূপচর্চায় ব্ল্যাক টি বা গ্রিন টি ব্যাগ ব্যবহার করা যেতে পারে।

চোখের চারপাশের কাল দাগ কমায়: রেফ্রিজারেইটরে রাখা ঠাণ্ডা ব্ল্যাক অথবা গ্রিন টি ব্যাগ চোখের চারপাশের কালো দাগ কমাতে সহায়তা করে। এটা চোখের চারপাশের রক্তনালীর সংস্পর্শে এসে কাজ করে।

বলিরেখা কমাতে: চা বানানোর পরে চা পাতা ফেইস প্যাকে ব্যবহার করা যায়। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা, মৃত কোষকে পুনুরুজ্জীবিত করতে সহায়তা করে।

চুলের স্বাস্থ্য ভালো রাখে: গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট সমৃদ্ধ যা চুলের ওপর ইতিবাচক প্রভাব রাখে। কয়েকটি টি ব্যাগ পানিতে ফুটিয়ে তা ঠাণ্ডা করে ভেজা চুলে ব্যবহার করুন। ১০ মিনিট পরে তা সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চোখের সংক্রমণ কমাতে: চোখের প্রদাহ বা চোখের সংক্রমণ থাকলে আক্রান্ত স্থানে ঠাণ্ডা টি ব্যাগ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। এতে ফোলাভাব কমে ও সংক্রমিত স্থানে আরাম অনুভূত হয়।

প্রতীকী ছবির মডেল: অদ্বিতী ইরা।

আরও পড়ুন