নিজেই ভ্রু প্লাক করতে

সাধারণ কিছু কৌশল জানা থাকলে নিজেই ভ্রু প্লাক করে নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2020, 06:27 PM
Updated : 11 April 2020, 06:27 PM

লকডাউনের কারণে পার্লার বা স্যালন সব কিছু বন্ধ থাকায় যারা নিয়মিত ভ্রু প্লাক করেন তারা বেশ ঝামেলাতেই পড়েছেন। তবে ঘরেও নিজের ভ্রু নিজেই প্লাক করা যায়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নিজে ভ্রু প্লাক করার কিছু কৌশল সম্পর্কে জানান হল।

ধাপ ১- কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। তারপর আই ভ্রু ব্রাশ দিয়ে ভ্রু পরিষ্কার করে নিন।  

ধাপ ২- ত্বক টান টান করে ধরে টুইজারের সাহায্যে ধীরে ধীরে একটা একটা করে ভ্রু তুলে নিন। প্লাক করার সময় খেয়াল রাখবেন, ভ্রুয়ের বৃদ্ধি যেদিকে সেদিক বরাবর প্লাক করতে হবে।

ধাপ ৩- ভ্রুর আকার ঠিক রেখে লম্বা হওয়া লোমগুলো ছাটতে ভ্রু কাটার কাঁচি ব্যবহার করুন।

ধাপ ৪- ভ্রুয়ের মাপ ঠিক আছে কিনা তা দেখে নিতে একটু পর পর ভ্রু আচঁড়ে নিন।

ধাপ ৫- ভ্রু তোলা হয়ে গেলে জ্বালাপোড়া ও লালাচেভাব কমাতে বরফ ব্যবহার করুন।

ভ্রুয়ের আকার নির্ধারণ

প্রথমেই ভ্রুয়ের দৈর্ঘ্য ঠিক করে নিতে হবে। কপাল ও নাকের মাঝ বরাবর অংশ থেকে পেন্সিলের সাহায্যে ভ্রুয়ের শুরু নির্দিষ্ট করুন। একইভাবে, ভ্রু কোথায় শেষ হবে তাও নির্দিষ্ট করে নিন।

মোটা লোমের দিকে মনোযোগ দিন

ভ্রুয়ের মাঝ বরাবর অংশে চোখের পাপড়ির ওপরে হাড় বরাবর জায়গার কেবল ঘন লোম তুলে নিন। এই নির্দেশনা অনুসরণ করে ভ্রুতে নিজের পছন্দসই আকার দিতে পারেন।

অতিরিক্ত প্লাক করবেন না

অতিরিক্ত ভ্রু প্লাক করা হলে তা ভ্রুয়ের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে। তাই সপ্তাহে কমপক্ষে তিনদিন পর পর ভ্রু প্লাক করতে পারেন, প্রতিদিন নয়। তবে ভ্রু প্লাকের সময় সীমা নির্ধারণ করতে হবে ভ্রুয়ের বৃদ্ধির ভিত্তিতে।

আরও পড়ুন