ঘন ভ্রু পাওয়ার সহজ পন্থা

এখন ঘন ভ্রুয়ের ফ্যাশন চলছে। চাইলে সহজেই ঘরোয়া উপায়ে ভ্রু ঘন করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 11:14 AM
Updated : 16 July 2019, 11:14 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘন ভ্রু পাওয়া পন্থা এখানে জানানো হল।

মালিশ করা: বৃদ্ধির জন্য ভ্রু’র গোড়া মালিশ করুন। চাইলে ব্রাশের সাহায্যে দিনে দুবার গোলাকারভাবে ভ্রু মালিশ করতে পারেন।

তেল ব্যবহার: ভ্রু আর্দ্র রাখতে পারলে দ্রুত বৃদ্ধি ঘটে। জলপাইয়ের তেল, ক্যাস্টর অয়েল এবং এমনকি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও ভ্রু ঘন হয়। দিনে দুবার এগুলো ব্যবহার করুন। 

বৃদ্ধি: ভ্রু গজাতে অনেক সময় লাগে। ঘন ভ্রু পেতে ১২ সপ্তাহ ভ্রু প্লাক করা থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে ভ্রু গজাতে নির্দিষ্ট দিকে ভ্রু আঁচড়াতে হবে প্রতিদিন। অনেক দিন ভ্রু প্লাক না করা হলে তা ঘনভাবে গজাবে। তারপর নিজের পছন্দ মতো প্লাক করে নিতে পারবেন।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন