নিখুঁতভাবে লিপস্টিক দেওয়ার উপায়

ধাপে ধাপে ঠোঁট রাঙিয়ে তুলতে জেনে নিন সহজ উপায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 07:31 AM
Updated : 29 Jan 2020, 07:31 AM

ফেইসবুক, ইন্সটাগ্রামে ছবি দেওয়ার আগে কিংবা অনুষ্ঠানে যাওয়ার সময় ঠোঁট আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে লিপস্টিক ব্যবহারের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা ভালো।

সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সেই পন্থাই জানানো হল।

ধাপ ১: হাইড্রেটিং লিপ বাম ঠোঁটে মাখুন। ঠোঁট আর্দ্র হয়ে গেলে বাড়তি বাম মুছে ফেলুন।

ধাপ ২: লিপ লাইনার সুন্দরভাবে তীক্ষ্ণ করে নিন এবং তা দিয়ে ঠোঁট এঁকে নিন। ওপরের ঠোঁট মাঝ বরাবর খাঁচ কাটা অংশ থেকে আঁকুন এবং নিচের ঠোঁট মাঝাখানের অংশ থেকে আঁকা শুরু করুন।

ধাপ ৩: এবার ওপর ও নিচের ঠোঁটের কোণার অংশ এঁকে নিন। চেষ্টা করুন যতটা সম্ভব ঠোঁটের নিজস্ব আকার মেনে চলার।

ধাপ ৪: চোখা লিপ পেন্সিল দিয়ে ঠোঁট এঁকে ওপর ও নিচের ঠোঁটের কোণা সংযুক্ত করুন।

ধাপ ৫: লিপ ব্রাশ ব্যবহার করে লিপ লাইনার সুন্দর ভাবে ঠোঁটের সঙ্গে মিশিয়ে নিন। এতে ঠোঁটের রং স্থায়ী হয়।

ধাপ ৬: এরপর ঠোঁটে পছন্দের লিপস্টিক ব্যবহার করুন। এই সময়ও ওপর ও নিচের ঠোঁটে মাঝখান থেকে লিপস্টিক লাগানো শুরু করুন। তবে অবশ্যই ঠোঁটের লাইন অনুসরণ করতে হবে। না হলে দেখতে ভালো লাগবে না।

ধাপ ৭: ঠোঁটের মাঝের অংশ লিপস্টিক দিয়ে ভরাট করা হলে কোণার দিকে লিপস্টিক ব্যবহার করুন।

আরও পড়ুন