ভরাট ঠোঁট পাওয়ার উপায়

মেইকআপ কিংবা কৃত্রিম পন্থায় নয় প্রাকৃতিক উপাদান ব্যবহারে পাওয়া যাবে সুন্দর ভরাট ঠোঁট।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 06:13 AM
Updated : 9 July 2019, 06:13 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে ঠোঁটে ভরাট ভাব আনার পন্থা এখানে দেওয়া হল।

উপাদান: পরিষ্কার লিপ গ্লস। এক টেবিল-চামচ দারুচিনির এসেনশিয়ান তেল। ছয় ফোঁটা পুদিনার তেল।

পদ্ধতি: লিপগ্লসের বোতলে দারুচিনি ও পুদিনার তেল মেশান। ভালোভাবে ঝাঁকিয়ে নিশ্চিত হয়ে নিতে হবে মিশেছে কিনা।  

ব্যবহার: ভালো ফলাফলের জন্য নিয়মিত এই গ্লস ব্যবহার করতে হবে। দারুচিনি ও পুদিনা ঠোঁটে ভরাট ভাব আনতে সাহায্য করে। এই গ্লস ঠোঁটে রক্ত সঞ্চালন বাড়ায় এবং তাই ঠোঁট দেখতে টানটান ও ভরাট লাগে।

কৌশল: ঠোঁটের মৃত কোষ দূর করতে সপ্তাহে দুবার লিপ স্ক্রাব ব্যবহার করুন। আর নিয়মিত এই গ্লস ব্যবহার করলে ঠোঁট হবে সুন্দর ও আকর্ষণীয়।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন