ঠোঁট এক্সফলিয়েট করবেন যেভাবে

খেয়াল রাখতে হবে ঘরে তৈরি অথবা কেনা স্ক্রাবার যেন ত্বকের সঙ্গে মানানসই হয়।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 12:03 PM
Updated : 10 Oct 2018, 12:04 PM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জোজবা তেল বা শিয়া বাটার আছে এমন স্ক্রাবার ত্বকের জন্য ভালো।

আর নিজে বানাতে চাইলে জলপাইয়ের তেল ও সামান্য চিনি কিংবা মধু ও চিনি মিশিয়ে স্ক্রাবার তৈরি করতে পারেন।  

কোমল: ঠোঁট এক্সফলিয়েট করতে হবে কোমলভাবে। ঠোঁট স্ক্রাব করতে আঙ্গুল ব্যবহার করুন এবং হাল্কাভাবে মৃত কোষ তুলে নিন। টিস্যুর সাহায্যে বাড়তি অংশ মুছে নিন।

ঘন ঘন করা যাবে না: ঠোঁট শুষ্ক হয়ে না আসলে স্ক্রাব করবেন না। সপ্তাহে দুবার স্ক্রাব করাই যথেষ্ট।

ময়েশ্চারাইজার ব্যবহার: ঠোঁট স্ক্রাব করা হয়ে গেলে মেইকআপ করার আগে অবশ্যই লিপবাম ব্যবহার করে নিন। এতে ঠোঁট আর্দ্র ও কোমল থাকবে।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন