সাজসজ্জায় টুথপেস্টের ব্যবহার

অবাক হলেও সত্যি, টুথপেস্ট দাঁতের পাশাপাশি ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2019, 11:51 AM
Updated : 2 March 2019, 11:51 AM

শুধু ত্বক নয় রূপচর্চায় নানান ভাবেই ব্যবহার করা যায় টুথপেস্ট।

আর সেসব পন্থাই এখানে দেওয়া হল সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

ফেইস প্যাক: ফেইস প্যাকের মতো করে টুথপেস্ট ব্যবহার করা যায়।

পানি দিয়ে মুখ পরিষ্কার করে হালকা ভেজা অবস্থায় সারা মুখ ও গলায় টুথপেস্ট লাগিয়ে নিন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। এটা বড় খোলা লোমকূপ বন্ধ করে। মুখের ত্বক টানটান রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।

এক্ষেত্রে ভেষজ উপাদানে তৈরি টুথপেস্ট সবচেয়ে ভালো। কারণ এতে মধু ও লবঙ্গের গুণাগুণ থাকে।

নাকের দাগ ওঠাতে: নাকের উপরে ঘন করে টুথপেস্ট লাগিয়ে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। নরম ব্রাশ দিয়ে হালকা করে গোলাকারভাবে ঘষে নিন। নাকের উপরে থাকা দাগ দূর হওয়ার পাশাপাশি বন্ধ লোমকূপও পরিষ্কার হবে।

রোদপোড়া দূর করতে: টুথপেস্টের সাদা করার ক্ষমতা রোদেপোড়াভাব দূর করতে সাহায্য করে।

পরিমিত টুথপেস্ট একটা কাপে নিয়ে তাতে একটা লেবু মেশান। মিশ্রণটি রোদে পোড়া অংশ যেমন- মুখ, গলা, হাত ও পায়ে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটানা তিন দিন ব্যবহারে এর ফলাফল চোখে পড়বে।

নখের উজ্জ্বলতা বাড়াতে: নখের উপরে টুথপেস্ট লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ব্রাশের সাহায্যে মেজে ধুয়ে কিউটিকেল পরিষ্কার করে নখ ঘষে নিন। উজ্জ্বল, সুন্দর ও সাদা হবে নখ।

আরও পড়ুন