এই সময়ে চোখের আড়ালে অনেক কিছু্ই হয়ে যেতে পারে। তাই সন্তারের দেখভালের জন্য বাবা-মাকে অবশ্যই নজর রাখতে হবে।
Published : 28 Sep 2016, 04:46 PM
সন্তান লালনপালন-বিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, সন্তানের মাদকাশক্তির আশঙ্কা প্রতিটি বাবা-মায়ের জন্য সম্ভবত সবচাইতে বড় আতঙ্ক। সন্তানের মঙ্গল নিশ্চিত করতে এই বিষয়ে সাবধনতা অবলম্বন করতেই হয়। তবে সবসময় ঠিক সময়ে সমস্যাটি ধরা নাও পড়তে পারে। কারণ অবশ্যই সন্তান সবসময়ই অস্বীকার করবে এবং সন্তানের উপর বাবা-মায়ের নূন্যতম হলেও বিশ্বাস থাকবে।
- সন্তানের মাদকাশক্তির পূর্বাভাস বুঝতে কিছু পন্থা জানিয়েছে এই ওয়েবসাইট।
- মানিব্যাগ বা পার্স থেকে টাকা হারিয়ে যাওয়া।
- সন্তানের আচার-ব্যবহার পাল্টে যাওয়া এবং বদমেজাজি হওয়া।
- সন্তানের ঘরে সুগন্ধি মোমবাতি, রুম ফ্রেশনার, কড়া পারফিউমের উপস্থিতি।
- অতিরিক্ত পিপারমেন্ট, মাউথওয়াশ ও চুইংগাম ব্যবহার।
- চোখের লালচেভাব কমানোর ড্রপ ব্যবহার।
- স্বাস্থ্যহানি ও খাওয়া কমে যাওয়া। কারও ক্ষেত্রে আবার বেশি খাওয়া।
- অতিরিক্ত ঘুমানো।
- ঘরের ওষুধের বাক্স থেকে ওষুধ কমে যাওয়া। বিশেষত ঘুমের ওষুধ।
- পরীক্ষার ফল খারাপ হওয়া।
- সন্তানের ব্যাগে বিভিন্ন অস্বাভাবিক জিনিষপত্র থাকা। যেমন: নেইল পলিশ, নেইল পলিশ রিমুভার, হেয়ারস্প্রে, ম্যাচ-লাইটার ইত্যাদি।
- পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও আড্ডা কমে যাওয়া।
- নতুন বন্ধুদের বেশি আড্ডা এবং তাদের সঙ্গে কাউকে পরিচয় করাতে অনিহা।
ছবি: রয়টার্স।