চুল ক্ষতির তিন বদভ্যাস

নিয়মিত কিছু অভ্যাসের কারণে অজান্তেই আমরা চুলের ক্ষতি করছি। এই  অভ্যাসগুলো তাই যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2016, 06:21 AM
Updated : 8 Sept 2016, 06:22 AM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এমনই কিছু ক্ষতিকর অভ্যাসের বিষয় তুলে ধরা হয়।

চুলে ‘টিজিং’ করা: 'ব্যাক ব্রাশ' করে চুল ফুলিয়ে বাঁধা সবারই বেশ পছন্দ। এতে দেখতেও বেশ ভালো লাগে। তবে এর জন্য চুলের অনেক ক্ষতি হয়। এইভাবে বাঁধার ফলে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। যার ফলাফল দেখা যায় বাইরের অংশেও। এতে চুলের আগা ফেটে যায় এবং চুল ভেঙে পড়ে। এই সমস্যা থেকে রক্ষা পেতে চুলের ফোলাভাব বাড়ানোর ক্রিম অথবা স্প্রে ব্যবহার করতে পারেন।

ভেজা চুল আঁচড়ানো: ভেজা অবস্থায় চুল আঁচড়ানো সবচেয়ে ক্ষতিকর। এইসময় চুল আঁচড়ালে তা খুব সহজেই ভেঙে যায়। তাই ভেজা চুল না আঁচড়িয়ে একটি তোয়ালের সাহায্যে চাপ দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই ভেজা চুল ঘষে ঘষে মোছা উচিত নয়। চুলের জট ছাড়ানোর জন্য অথবা 'স্টাইলিং প্রোডাক্ট' ব্যবহার করার জন্য মোটা দাঁতের চিড়ুনি ব্যবহার করা উচিত।

শক্ত করে চুল বাঁধা: শক্ত করে চুল বাঁধলে যেমন- পনিটেইল করলে চেহারায় একটা চনমনা ভাব আসে। তবে প্রতিদিন এত শক্ত করে বাঁধলে চুলের ক্ষতি হয়। চুলের গোড়া দুর্বল হয়ে যায়, যা অনেকদিন স্থায়ী হয়। তাই নিয়মিত এইভাবে চুল না বাঁধাই ভালো। মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে চাইলে এইভাবে চুল বাঁধতে পারেন।

ছবি: রয়টার্স।