দেশি পোশাক ব্র্যান্ড জুরহেম’য়ের ‘ফল/উইন্টার ২০২৫’ সংগ্রহের পর্দা উঠছে ফ্রান্সে।
Published : 02 Mar 2025, 05:29 PM
দেশে বিলাসী পোশাকের আয়োজন নিয়ে ‘জুরহেম’ যাত্রা শুরু করেছিল ২০১৫ সালে। সাফল্যের ধারাবাহিকতায় এবার প্যারিস/ফ্রান্সে তাদের ‘ফল/উইন্টার ২০২৫’য়ের সংগ্রহশালা প্রদর্শন করতে যাচ্ছে।
৮ মার্চ প্যারিসের চ্যাপল সেইন্টে-জান ডা’র্খ’য়ে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনে রয়েছে ‘হাউজ অফ ভঁন্ডম’।
এই উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পোশাক নকশাকর ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনীর বলেন, “দূর দৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ব্র্যান্ডটি বাংলাদেশে ‘হাই-এন্ড ফ্যাশন’য়ের সংজ্ঞা নতুনভাবে গড়ে তুলেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে তার সাহসী ডিজাইন ও নিখুঁত কারিগরির জন্য।”
জুরহেম’য়ের নতুন সংগ্রহ ‘সেলারিস’ (Solaris) সূর্যের মহাজাগতিক যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। ১৫টি পুরুষদের পোশাক এবং ৫টি নারীদের পোশাক নিয়ে সাজানো এই সংগ্রহে সূর্যের গতিপথের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম অলঙ্করণ ও নান্দনিক সিলুয়েটের মাধ্যমে।
রংয়ের ব্যবহারে তুলে ধরা হয়েছে দিনের বিভিন্ন পর্যায়।
মুনীর উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানের শক্তিশালী ক্ষেত্র পুরুষদের পোশাক, যেখানে কাঠামোগত টেইলরিং এবং উদ্ভাবনী লেয়ারিং ব্যবহৃত হয়েছে। এতে সূক্ষ্মভাবে তৈরি সুট জ্যাকেট, টাক্সেডো, ওভারকোট এবং পার্কা অন্তর্ভুক্ত। ক্লাসিক সিলুয়েটকে আধুনিকভাবে পুনর্গঠিত করা হয়েছে— ক্রপড জ্যাকেট ও বন্দগালা ইউরোপীয় বাজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
অন্যদিকে কর্সেটেড এনসেম্বল ও ফ্লোর-লেন্থ ট্রেনের মতো সাহসী নকশা পুরুষদের ফ্যাশনের সীমানাকে প্রসারিত করেছে।
নারীদের জন্য, মেহরুজ মুনীর পাঁচটি কুতুর গাউন উপস্থাপন করেছেন, যা ‘হাই-এন্ড’ ফ্যাশনের উদাহরণ। ড্রামাটিক ট্রেন, ভাস্কর্যতুল্য আকৃতি এবং কৌশলগত কাটআউটের মাধ্যমে প্রতিটি গাউনে এক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।
প্যারিসের ঐতিহ্যবাহী কুতুর ফ্যাশনের প্রতি সম্মান জানিয়ে, এই সংগ্রহটি সূক্ষ্ম কারিগরি ও রাজকীয় সৌন্দর্যের প্রতিচিত্র তুলে ধরেছে বলে জানানো হয়।
‘সোলারিস’ সংগ্রহের প্রধান বৈশিষ্ট্য বৃত্তাকার অলঙ্করণ। যা সূর্য, চাঁদ ও গ্রহের প্রতীকী রূপ দেয়। কিছু নকশায় এটি উজ্জ্বল সূর্যকিরণ হিসেবে প্রকাশ পেয়েছে, আবার কিছু নকশায় নক্ষত্রমণ্ডলের জটিল বিন্যাসের মতো সাজানো হয়েছে, যা মহাজাগতিক সৌন্দর্যের প্রতিফলন ঘটায়।
‘হাউজ অফ ভঁন্ডম’ এমন একটি ফ্যাশন হাউজ, যা উদীয়মান ডিজাইনারদের জন্য ‘এক্সক্লুসিভ রানওয়ে শো’ এবং ‘কিউরেটেড ইভেন্ট’য়ে মাধ্যমে একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। উজ্জ্বলতা, গুণমান ও পরিশীলিত নকশার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে উদ্ভাবনী ডিজাইনারদের ইউরোপীয় বাজারে নিজেদের উপস্থিতি সুসংহত করার সুযোগ দেয়।
মুনীর আশা প্রকাশ করে বলেন, “জুরহেমের প্যারিস অভিষেক শুধু ব্র্যান্ডটির জন্যই নয়, বরং বাংলাদেশি ফ্যাশনকে বিশ্ব ফ্যাশন অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থাকবে।”