পানিবাহিত রোগ ছাড়াও ডেঙ্গু আর চর্মরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায় বৃষ্টির দিনে।
Published : 15 Sep 2024, 03:10 PM
সারাদিন বৃষ্টি। খিচুড়ি খেয়ে আলসেমি করার দিন। তবে সবার জীবনে এই বিলাসিতা চলে না।
কাজের জন্য ঘর থেকে বের হতে হয়। ভেজা আবহাওতে তাই নিজেকে সুরক্ষিত রাখার প্রয়োজন। না হলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
পানিবাহিত রোগ থেকে সাবধানতা
কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস এ, আমাশায় ইত্যাদি এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে বৃষ্টির মধ্যে।
মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান মায়ো ক্লিনিক’য়ের তথ্যানুসারে- ভালো মতো রান্না করা খাবার ও পানি ফুটিয়ে গ্রহণ করলে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। পাশাপাশি রাস্তার খাবার খাওয়া এড়ানো উচিত।
সাবধানতা হিসেবে আরও মানতে হবে-
মশার উপদ্রব
বৃষ্টিতে পানি জমে থাকার কারণে মশা জন্মানোর আদর্শ স্থানে পরিণত হয় চারপাশ। আর এই ডেঙ্গুর সময়ে মশার বিস্তার রোধে অতিরিক্ত সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন গুলশান ক্লিনিকের মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান।
চারপাশে বৃষ্টির পানি জমলে পরিষ্কার করতে হবে। ছাদে বা বারান্দায় গাছের টবে পানি থাকলে নিষ্কাষণের ব্যবস্থা করতে হবে। জানালায় নেট ব্যবহার করা উচিত এই সময়। পাশাপাশি মশার হাত থেকে বাঁচার জন্য মশারি টাঙানো, স্প্রে, কয়েল, রিপেলেন্টস ব্যবহার করতে হবে।
বৃষ্টিতে ভিজে গেলে
বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করা অস্বাভাবিক কিছু নয়।
এরকম অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’য়ের লাইফস্টাইল বিভাগে প্রকাশিত একটি প্রতিবেদনে রাজধানীর এভারকেয়ার হসপিটালের জ্যেষ্ঠ মেডিকেল অফিসার ডা. তানিয়া আলম পরামর্শ দিয়েছিলেন- প্রতিকারের আগে প্রতিরোধ ব্যবস্থা গড়তে পারলে ভালো হয়।
তার কথায়, “এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা সবচেয়ে ভালো উপায়। এজন্য ডাক্তারের পরামর্শে সঠিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে ঠাণ্ডার সমস্যা সারে দ্রুত। এছাড়া পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও শরীর সুস্থ রাখতে সাহায্য করে।”
বৃষ্টিতে ভিজে ঘরে ফিরলে প্রথমেই কয়েকটি কাজ করার পরামর্শ দেন এই চিকিৎসক।
নিজেকে উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে দ্রুত। এছাড়া সাবান দিয়ে হাত ভালো মতো ধোয়ার অভ্যাস গড়তে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভাইরাসের আক্রমণ অনেকখানি এড়ানো যায়।
ত্বকের ক্ষতি
বৃষ্টিতে ভেজার পাশাপাশি ঘামও হয়। আর এসব থেকে ভিজে থাকা কাপড় গায়ে বেশিক্ষণ লেগে থাকলে চর্মরোগ হওয়ার ঝুঁকি থাকে।
এই বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান ও অধ্যাপক এবং সিটি স্কিন কেয়ারের কর্ণধার ডা. রাশেদ মোহাম্মদ খান জানিয়ে ছিলেন, স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে কিংবা ভেজা কাপড়ে থাকার কারণে ছত্রাকজনীত সমস্যাগুলোর মধ্যে ‘রিংওয়ার্ম’ বা দাদ হওয়ার সম্ভাবনা থাকে।
শরীরের যে কোনো স্থানেই দাদ দেখা দিতে পারে।
এই রোগের লক্ষণগুলো হল-
এরকম হলে দ্রুত চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো মতেই ‘স্টেরয়েড’ যুক্ত মলম ব্যবহার করা যাবে না।
ভেজা কাপড় বা অতিরিক্ত পানির সংস্পর্শে থাকলে আরেকটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যাকে বলে ‘ক্যানডিডা’।
এর লক্ষণগুলো হল-
ত্বকের সমস্যা থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা আর ‘ময়েশ্চারাইজার’য়ের ব্যবহার করার গুরুত্ব দেন এই চিকিৎসক।
এছাড়াও ঢিলেঢালা ও সুতি কাপড় পরার পরামর্শ দেন তিনি। পরিধেয় কাপড় যেন গায়ে লেগে না থাকে। খেতে হবে তাজা শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ ফল।
আরও পড়ুন