বান্দরবানের গহীনে চেমা খালের পাশে ছোট্ট পাহাড়ি গ্রাম জনেরাং ত্রিপুরা পাড়ায় ২২ ঘর ত্রিপুরার বসবাস। এক সময়ে এ গ্রামের বাসিন্দারা ছিলেন নিরক্ষর; এখন একটি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে। দুর্গম পাহাড়ের এ গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়তে গেছেন কেউ কেউ; একটি পরিবার পাড়ি জমিয়েছে যুক্তরাষ্ট্রে।
সাগর আর বন সেখানে মিলেমিশে একাকার; বেঙ্গল টাইগার, চিত্রা হরিণসহ বহু প্রাণী প্রজাতির বিচরণ এই শ্বাসমূলীয় বনে। সুন্দরবন এখন দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম ভ্রমণ গন্তব্য। আর এই বনে ঘুরে বেড়াতে চাইলে চড়ে বস ...
‘টেকসই পর্বত পর্যটন’-এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক পর্বত দিবস। গত কয়েক দশকে পর্যটন, যোগাযোগ আর কৃষিতে বদলে গেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির চিত্র।