শিশুকিশোরদের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষার বিষয় নিয়েও ভাবা উচিত বলে মনে করেন এ লেখক।
Published : 20 Feb 2024, 10:59 AM
এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদের দুটি বই- ‘স্বাধীনতার গল্প’ এবং ‘ছোটদের ছয় ঋতু’।
‘স্বাধীনতার গল্প’ বইটি প্রকাশ করেছে কিডজ কারাভান। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন।
এ বইয়ে একজন কবির কাছ থেকে শিশু রোজানের স্বাধীনতার গল্প শোনার বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া একুশ ফেব্রুয়ারির প্রভাতফেরীতে গিয়ে শিশু রাইয়ানের আবেগের দিকটি আলোচিত হয়েছে। তার ভাষাপ্রেম উঠে এসেছে গল্পটিতে।
লেখক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “শিশুকিশোরদের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষার বিষয় নিয়েও লেখকদের ভাবা উচিত। শৈশবেই তাদের জানা দরকার একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কীভাবে হয়েছিল। ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা কেমন ছিল। এসব বিষয় যদি গল্পোচ্ছলে তাদের সামনে তুলে ধরা যায়, তাহলে তারা সারাজীবন মনে রাখবে।”
‘ছোটদের ছয় ঋতু’ নামের শিক্ষামূলক বইটি প্রকাশ করেছে দোলন পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সোহাগ পারভেজ ও অলংকরণ করেছেন সাগর খান অরুণ ।
এ বইয়ে ছয়টি ঋতুর বৈশিষ্ট্য ও রূপ ফুটিয়ে তোলা হয়েছে। লেখাগুলো বর্ণনামূলক হলেও গল্পের একটা আবেশ লক্ষ্য করা যায়।
বইটির প্রকাশক কামাল মুস্তাফা বলেন, “আমাদের শিশুসাহিত্য যেন ফুল, পাখি, ভূত ও পরিতে আটকে আছে। প্রকৃতি নিয়ে আমাদের প্রচুর শিশুসাহিত্য আছে। তবে আমাদের ছয় ঋতুর বৈচিত্র্য নিয়ে কাজ খুব কমই হয়েছে। তাই সব মিলিয়ে এবার অমর একুশে বইমেলা উপলক্ষ্যে সালাহ উদ্দিন মাহমুদের এ বইটি প্রকাশ করেছি।”
সালাহ উদ্দিন মাহমুদ সাহিত্যের নানা শাখায় বিচরণ করেন, তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে ফিচার ইনচার্জ পদে কর্মরত। তার গল্পের বই ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’ ও ‘এখানে কয়েকটি জীবন’। কবিতাবই ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’। সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’ ও সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’। উপন্যাস ‘মমতা’। প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের একাল-সেকাল’। কিশোর জীবনকথা ‘হাজী মহম্মদ মহসীন’।
‘স্বাধীনতার গল্প’ বইটির মূল্য ২০০ টাকা, পাওয়া যাবে শিশু চত্বরে ৬২৫ নম্বর স্টলে। ‘ছোটদের ছয় ঋতু’ বইটির মূল্য ১৫০ টাকা, পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরের ৪০ নাম্বার স্টলে।