জোড়া বুকারজয়ী কানাডিয়ান কবি ও ঔপন্যাসিক মার্গারেট এটউড, জন্ম ১৮ নভেম্বর, ১৯৩৯।
Published : 29 Aug 2022, 02:40 PM
তুমি দুঃখী, কারণ দুঃখদের প্রতিনিয়ত পিছু নেয়া
কারণ হতে পারে মানসিক, বয়স কংবা মস্তিষ্কে ঘটে চলা বিক্রিয়া।
নিতে পারো প্রতিষেধক অথবা নাও মনোবিদের পরামর্শ নেওয়ার পণ
অথবা চক্ষুবিহীন পুত্তলিকার মতো তোমার কষ্টকে করো আলিঙ্গন।
আমার মনে হয় তোমার ঘুম দরকার।
যাই হোক, ছেলে-মেয়েরা সবাই দুঃখী
কিন্তু কেউ কেউ দুঃখকে জয় করে নেয় জীবনে হতে সুখী
স্মরণ করো জীবনের ভালো মুহূর্তগুলো, না পেয়ে কষ্ট গ্লানি
তার চেয়েও ভালো হয় যদি কিনে নাও টুপি, পোশাক বা পোষা প্রাণী।
নৃত্যের তালে তালে ভুলে যাও কষ্টের বাণী।
কী ভুলে যাবে?
তোমার কষ্ট, তোমার অপমানের মুহূর্ত যা মন ব্যথিত করবে।
যত তুচ্ছই হোক সে ব্যথা তা তোমার সাথে ঘটেছে।
যখন ওই ছোট্ট বনভূমির আনন্দের মুহূর্ত ম্লান হয়ে যায়
এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে।
যখন তুমি তোমার রাগের কথা বলতে পারো না,
যখন তোমার শরীরে আইসক্রিম লেপন করে দেওয়া হয়।
এবং শৌচাগারে তোমাকে জানিয়ে দেওয়া হয়, তুমি কারও প্রিয় নও।
প্রিয়, যখন এই কষ্টগুলো তোমার কাছে এসে পড়ে।
অন্ধকারে নিমজ্জিত হয় চারপাশ এবং আরেকটি দিন কুয়াশা ঘিরে।
এবং তোমার আত্মা মৃত্যুর পূর্বমুহূর্তকে অনুভব করে।
তুমি রক্তিম জ্বলন্ত অগ্নি হয়ে ঝড়ো মস্তিষ্কের পাশে পাথর প্রজ্বলিত করে,
অথবা মেঝেতে অথবা বালিশে।
আমরা কেউ বিষন্ন নই অথবা বিষন্নতা সবার প্রাণে আছে মিশে।
কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা [email protected] সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!