গল্প
সে বলল, ‘রাগ করে বিড়াল বাঘ হয়ে গেছে।’
Published : 03 Jun 2024, 03:26 PM
সে কিছু আঁকতে পারে না।
তবে বাঘ কী করে আঁকল?
কী রাগি বাঘ হয়েছে বাবা!
ভয় লাগে দেখলে!
কী করে সে আঁকল এনাকে?
সে বলল, ‘আমি আঁকিনি।’
মানে?
সে বলল, ‘আমি একটা বিড়াল ড্রয়িং করেছিলাম।’
ও।
সে বলল, ‘সেই বিড়ালটা খুব রাগ করেছিল।’
এমা! কেন?
সে বলল, ‘আমার ড্রয়িং ভালো হয়নি বলে।’
ও।
সে বলল, ‘রাগ করে বিড়াল বাঘ হয়ে গেছে।’
কী সর্বনাশ! কী সর্বনাশ!
নাকি এটা ভালোই হয়েছে?
রাগ করে বিড়াল তো আর ডাইনোসর হয়ে যায়নি।
সে বলল, ‘হুঁ। ভালোই হয়েছে।’
খুব ভালো। এখন?
সে একটা বাঘ এঁকে দেখবে নাকি?
তার ড্রয়িং দেখে বাঘ যদি রাগ করে বিড়াল হয়ে যায়!