প্রতি বছর তার আঁকা প্রতিকৃতি দিয়েই নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
Published : 14 Oct 2023, 06:28 AM
প্রতি বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন নোবেল কমিটি বিজয়ীদের চমৎকার প্রতিকৃতি প্রকাশ করে। কিন্তু এতো সুন্দর করে তাদের প্রতিকৃতি কে আঁকেন? কি তার নাম?
এই চিত্রশিল্পীর নাম নিকলাস এলমেহেদ। তিনি সুইডেনের নাগরিক। ২০১২ সাল থেকে নোবেল বিজয়ীদের ছবি আঁকেন এলমেহেদ। তবে তিনি নোবেল কমিটির বিচারকমণ্ডলীর কোনো সদস্য নন। অথচ নোবেল বিজয়ীদের নাম অনেক আগে জানতে পারেন। অর্থাৎ আমি, আপনি, এমনকি সারা বিশ্ব জানার আগে তিনি জানতে পারেন। এটা কিন্তু কম গর্বের বিষয় নয়, তাই না!
যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘পপুলার সায়েন্সকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এই শিল্পী জানিয়েছিলেন সেই প্রতিকৃতি আঁকার আদ্যোপান্ত। তিনি বলেন, “প্রয়োজন থেকে নোবেল বিজয়ীদের ছবির পরিবর্তে চিত্রকর্ম ব্যবহারের আইডিয়া এসেছিল। কারণ, বিজয়ীদের অনেকের ছবি তোলা বেশ কঠিন হয়ে যেত। আবার অনেক খুঁজেও তাদের ছবি পাওয়া যেত না। পাওয়া গেলেও সেগুলোর রেজুলেশন থাকত খুবই অল্প।”
আমি বিভিন্ন সোনার রঙ নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। সোনার রাংতা নিয়ে গবেষণা করেছি। পরে সিদ্ধান্ত নিলাম, পাতলা ধাতব রাংতা বিশেষ আঠা দিয়ে চিত্রকর্মে ব্যবহার করা যেতে পারে।নিকলাস এলমেহেদ
নিকলাস এলমেহেদের একটি নিজস্ব ওয়েবসাইট আছে। সেখানে তিনি জানাচ্ছেন, “আমাকে নোবেল মিডিয়ার শিল্পনির্দেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০১২ সালে নোবেল ঘোষণার সময় সব ভিজ্যুয়াল কন্টেন্টের দায়িত্ব ছিল আমার।”
আমরা এখন নোবেল বিজয়ীদের প্রতিকৃতিতে গ্রাফিক্যাল মেকওভার দেখি। এই ধারণা চালু হয় ২০১৭ সালে। তখন সিদ্ধান্ত হয়েছিল, প্রতিকৃতিতে সোনালি রঙ ব্যবহার করা হবে। তাই নিকলাস এলমেহেদ প্রতিকৃতিতে সোনালি রাংতা ব্যবহারের ধারণা আনেন।
প্রতি বছর তার আঁকা প্রতিকৃতি দিয়েই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তারপর বিশ্বজুড়ে সংবাদ, নিবন্ধ, প্রকাশনা, ম্যাগাজিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ব্যবহার করা হয়। কারণ, এলমেহেদের আঁকা প্রতিকৃতিই নোবেল বিজয়ীদের প্রথম অফিসিয়াল ছবি। তার আঁকা প্রতিকৃতিই আইকনিক হয়ে উঠেছে।
নিকলাস বলেন, “আমি বিভিন্ন সোনার রঙ নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। সোনার রাংতা নিয়ে গবেষণা করেছি। পরে সিদ্ধান্ত নিলাম, পাতলা ধাতব রাংতা বিশেষ আঠা দিয়ে চিত্রকর্মে ব্যবহার করা যেতে পারে। এই আইডিয়া সাদা ক্যানভাসে আঁকা কালো রেখার সঙ্গে প্রতিকৃতিকে খুবই সুন্দর করে তুলে।”
নোবেল পুরস্কারের মাস যেন অক্টোবর। গত ১২ বছর ধরে এ মাসে বিজয়ীদের ছবি আঁকেন নিকলাস। কখনও সাদা-কালো, কিংবা নীল-হলুদ আর সোনালি রাংতা নিয়ে মেতে উঠেন এ শিল্পী।