দোহায় বিশ্বকাপ ঘিরে শিশু-কিশোরদের উন্মাদনা

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ উপলক্ষে দোহায় ফ্ল্যাগ প্লাজার চত্বর সেজেছে ২১১টি পতাকায়।

মোহাম্মদ জুবায়েরমোহাম্মদ জুবায়েরদোহা থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2022, 09:00 PM
Updated : 18 Nov 2022, 09:00 PM

কাতারের রাজধানী দোহার ফ্ল্যাগ প্লাজার চত্বরে নানা দেশের সমর্থকদের উৎসবে এক ঝাঁক শিশু-কিশোরের দেখা মিলল, এর মাঝে আছে বাংলাদেশিও!

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ উপলক্ষে এ চত্বরে সেজেছে ২১১টি পতাকায়। মূলত বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সদস্য দেশগুলোর পতাকা ঠাঁই পেয়েছে এখানে।

রাস্তার পাশে শপিং মলের দেয়ালে শোভা পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের গোলরক্ষক উগো লরিসের ছবি। অন্য পাশের দেয়ালে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দুই হাত উচিঁয়ে গোল উদযাপনের চেনা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

ফ্ল্যাগ প্লাজায় যাওয়ার পথে দেখা মিলেছে নেইমারের ছবি, ষষ্ঠ শিরোপা জয়ের আকাঙ্ক্ষা নিয়ে এ ফরোয়ার্ডের কাঁধে সওয়ার ব্রাজিল। চত্বরের কলরব, শ্লোগান মূলত মেসি-নেইমারকে নিয়ে, দেশের হিসেবে সেটি চারটি- আর্জেন্টিনা, ব্রাজিল, কাতার এবং বাংলাদেশ। 

নিজ দেশের স্লোগান দিতে খুব কম কাতারিকে দেখা গেল চত্বরে, বরং তাদের হয়ে গলা ফাটাতে দেখা গেল বাংলাদেশিদের। ‘ব্রাজিল-ব্রাজিল’ কিংবা ‘আর্জেন্টিনা-আর্জেন্টিনা’ শ্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে রাখল যথারীতি বাংলাদেশিরা।

বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ কে হেলায় হারাতে চায়? তাই ফ্ল্যাগ প্লাজার চত্বরে শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে এমন লোকসমাগম। 

কারো হাতে আর্জেন্টিনার পতাকা, কারও ব্রাজিলের। অনেকের হাতে বাংলাদেশের পতাকা। নিজেদের পতাকা হাতে দেখা গেল কিছু কাতারিকেও। কেউ কেউ নেমে পড়লো ফুটবল পায়ে।

ধূসর মরুভূমিতে প্রিয় দলের পতাকা বুকে জড়িয়ে, দু-হাত উঁচিয়ে উড়িয়ে শিশু-কিশোরদের কণ্ঠে উচ্ছ্বাস ঝরল- এ বিশ্বকাপ শুধু কাতারের নয়, আমাদেরও। মানে বাংলাদেশেরও।