বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, রেমব্রান্ট, ভিনসেন্ট ভ্যান গখ এবং ফ্রান্সিসকো গয়ারের চিত্রকর্ম আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
Published : 27 Apr 2025, 06:12 PM
অবসরে আমি ছবি আঁকতে ভালোবাসি। এটি আমার কাছে আরেকটা জগতের মত। যেখানে মনের কথাগুলোকে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলি। যা আমাকে অনেক আনন্দ দেয়।
প্রথম শ্রেণি থেকে আমার ছবি আঁকার প্রতি ভালো লাগা শুরু হয়। শিল্পীরা কেমন করে অনায়াসে বিভিন্ন জিনিসের অবয়ব তৈরি করে ফেলেন এই বিষয়টি আমাকে বিস্মিত করত।
এই বিস্ময় নিয়ে আমিও নিজেও আঁকাআঁকি শুরু করি। সময় পেলে পেন্সিল আর কাগজ নিয়ে বসে যেতাম। তখন কোথাও কোনো আঁকা ছবি দেখলে তা অনুকরণ করে আঁকার চেষ্টা করতাম।
প্রথম শ্রেণিতে পড়ার সময়ে প্রায় ছয় মাস চিত্রাঙ্কনের ক্লাস করেছিলাম। এরপর আর আনুষ্ঠানিকভাবে শেখা হয়নি। নিজে নিজেই আঁকাআঁকি চালিয়ে গেছি।
ছবি আঁকার মাঝে যতটুকু আনন্দ পাই তাতেই নিজেকে ব্যস্ত রাখতে সবচেয়ে বেশি ভালো লাগে। শখ করে ছবি আঁকা শুরু করেছিলাম। যা এখন এখন আমার দৃঢ় মনোবলে রূপান্তরিত হয়েছে।
ইতোমধ্যে নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ৫০টির মত পুরস্কার জিতেছি। অংশ নিয়েছি বিভিন্ন কর্মশালাতেও।
বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, রেমব্রান্ট, ভিনসেন্ট ভ্যান গখ এবং ফ্রান্সিসকো গয়ারের চিত্রকর্ম আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
তাদের শিল্পকর্ম দেখে বোঝার চেষ্টা করি এবং অনুকরণ করে আঁকতে চেষ্টা করি। ছোটবেলায় আমি ভেবেছিলাম একজন চিত্রশিল্পী হব তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবতার কথা চিন্তা করে নিজেকে মানিয়ে এই ভাবনা থেকে সরে আসতে হয়েছে। তবুও আমি জীবনের শেষ দিন পর্যন্ত ছবি আঁকার সঙ্গে থাকার স্বপ্ন দেখি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।