Published : 04 May 2025, 10:06 PM
আমার কাছে যাপিত জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এই জগতকে জানার অন্যতম মাধ্যম হল বই।
এখনো অনেক মানুষ আছে যারা যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মাঝেও সময় বের করে বই পড়েন। তারা বইয়ের মাঝেই খুঁজে পান শান্তি। আমিও সেই দলেরই একজন।
পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার যাত্রা আমার শুরু হয় করোনাভাইরাস মহামারীর সময়। তখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি।
প্রথম যে বইটি পড়েছিলাম, তা ছিল কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা। তার লেখার গভীরতা তখন পুরোপুরি না বুঝলেও ভাষা, চরিত্র ও গল্পের বুনন আমাকে মুগ্ধ করে। সেখান থেকে বইয়ের প্রতি আরও বেশি ভালোবাসা জন্ম নেয়।
বইয়ের জগতে ডুবে থাকতে থাকতে লেখালেখির প্রতিও আগ্রহ জন্ম নেয় আমার। সেই আগ্রহ থেকেই আমার লেখার পথচলা শুরু।
২০২৪ সালের বইমেলায় আমার দুটি বই প্রকাশিত হয়। এর মধ্যে একটি বই আমি প্রিয় লেখক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছি।
বই পড়া থেকে শুরু হওয়া এই যাত্রায় নিজের লেখা বই প্রকাশের অভিজ্ঞতা আমার জীবনের এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।