সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
Published : 16 Mar 2025, 08:19 PM
সারাদেশের মতো নওগাঁয় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।
এসময় বক্তারা ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা তুলে ধরে সবাইকে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলায় ১১টি উপজেলা ও তিনটি পৌরসভার দুই হাজার চারশ ৪১টি টিকাকেন্দ্রে প্রায় তিন লাখ ৫৭ হাজার পাঁচশ ৮৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার আটশ ছয় জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ২২ হাজার ৮৭১ শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নওগাঁ।