গ্রামটি ঘুরে দেখা যায়, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার প্রায় অর্ধ শতাধিক ঘর-বাড়িতে জোয়ারের পানি উঠেছে। এতে বিপাকে পড়েছে গ্রামের বাসিন্দারা।
Published : 26 May 2024, 07:44 PM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের নিমদী এলাকা।
গ্রামটি ঘুরে দেখা যায়, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার প্রায় অর্ধ শতাধিক ঘর-বাড়িতে জোয়ারের পানি উঠেছে। এতে বিপাকে পড়েছে গ্রামের বাসিন্দারা।
স্থানীয় এক ব্যক্তি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জোয়ারের পানিতে আমাদের ঘর-বাড়ি, মসজিদ, পুকুর সব তলিয়ে গেছে।”
আরেকজন যুবক হ্যালোকে বলেন, “জোয়ারের পানি বাড়ায়, নদী ভাঙনও শুরু হয়েছে।”
নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই অন্য এলাকায় সরে যাচ্ছে। গৃহপালিত ও গবাদি পশুকেও সঙ্গে করে নিয়ে যেতে দেখা যায় অনেককে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: পটুয়াখালী।