Published : 01 May 2025, 02:17 PM
শ্রমিকদের অধিকার ও সংগ্রামের দিন হিসেবে প্রতি বছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। মে মাসের প্রথম দিন হওয়ায় এটি 'মে দিবস' নামেও পরিচিত।
এই দিবসের ইতিহাস লড়াই ও আত্মত্যাগের। এটা জানতে আমাদের ফিরে যেতে হবে উনবিংশ শতাব্দীতে।
ইউনেস্কোর এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৮৫৬ সালের ২১ এপ্রিল দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে পাথরকাটা শ্রমিকরা আট ঘণ্টার কাজের দাবিতে প্রথম বৃহৎ কর্মবিরতি পালন করেন। এই ঘটনাটি আমেরিকার শ্রমিকদের প্রথম কর্মবিরতি পালনের জন্য প্রেরণা দেয়।
১৮৮৬ সালের পহেলা মে, আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে হাজার হাজার শ্রমিক একত্রিত হয়েছিলেন। তাদের দাবি ছিল শ্রমের ন্যায্য মূল্য ও আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ। আন্দোলন দমনে সেদিন শ্রমিকদের ওপর গুলি চালানো হয়েছিল, এতে অনেক শ্রমিক হতাহত হন।
তাদের আত্মত্যাগের পর একটি বিশাল বিক্ষোভের জন্ম হয়। জনগণের প্রবল দাবির মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের জন্য আট ঘণ্টার কাজের সময় নির্ধারণে বাধ্য হয়।
এ ঘটনার দুই বছর পর, ১৮৮৯ সালে প্যারিসে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে ১৮৯০ সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। ১৮৯১ সালে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
পহেলা মে দিনটি ন্যায়ের পক্ষে শ্রমিকদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।