Published : 01 May 2025, 02:47 PM
দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে হেরে শ্রমিকের খাতায় নাম লিখিয়েছে ফয়ছাল নামে নওগাঁর এক শিশু। তার বাড়ি সদর উপজেলার চকবুলাকী গ্রামে।
১৭ বছর বয়সী ফয়ছাল গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করে। পরিবারে অর্থের জোগান দিতে কাজে নামতে বাধ্য হয়েছে সে। তাই বাদ দিতে হয়েছে পড়াশোনা।
সে জানায়, দিনমজুর বাবার আয় আর শীতলপাটি বানিয়ে মায়ের কিছু আয় দিয়েই চলত তাদের চার সদস্যের পরিবার। কিন্তু করোনাভাইরাস মহামারীর সময় আয়ের সব পথ বন্ধ হয়ে যায়।
তখন সপ্তম শ্রেণিতে পড়ত ফায়ছাল। তবে মহামারির ধাক্কায় বন্ধ হয়ে যায় তার পড়াশোনা।
ফয়ছাল হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, 'তখন পড়াশোনার পাশাপাশি খাওয়া-পরাও কষ্টসাধ্য হয়ে ওঠে। বাধ্য হয়ে আমাদের পরিবার গাজীপুরে চলে আসে। এখানে এসে আমি পোশাক কারখানায় চাকরি নিই।'
বর্তমানে সে এখানে এমব্রয়ডারির কাজ করে। তার মাসে আয় হয় ১৬ থেকে ২০ হাজার টাকা।
পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় ফয়ছালের মন খারাপ হয়। তবে নিজের আয়ে সংসারে কিছুটা সাহায্য করতে পেরে সে খুশি। বড় হয়ে নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে দেখার স্বপ্ন তার।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।