আমি মনে করি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করতে হলে শিক্ষার বিস্তার জরুরি।
Published : 11 Mar 2025, 07:57 PM
যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে আমরা খুব কমই জানি। আবার জানা থাকলেও এ নিয়ে খুব একটা সচেতনতা লক্ষ্য যায় না।
এই অধিকার কেবল স্বাস্থ্য সম্পর্কিত নয়। এটি যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের পাশাপাশি নিজের শরীর ও প্রজনন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কথা বলে। যেমন, নিজ শরীর ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানুষ নিজেই নেবে, অন্য কেউ এতে বাধা দিতে পারে না। কারণ নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াটাই ব্যক্তির অধিকার।
উদাহরণস্বরূপ, একজন মানুষ কবে বিয়ে করবে, কখন সন্তান নেবে বা নিজের শরীরের যত্ন কীভাবে নেবে- এগুলোই যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার। এটি নিশ্চিত করা এই কারণেই প্রয়োজন যে, মানুষ যেন একটি সুন্দর জীবন থেকে বঞ্চিত না হয়। এ নিয়ে সচেতন হতে পারলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারব আমরা।
তবে আমাদের দেশে যে এটি নিশ্চিত করা কত কঠিন তা সহজেই অনুমেয়। আমাদের সমাজে এখনো তো যৌন শিক্ষার বিষয়ে কানাকানি, রাখঢাক করা হয়। যেন প্রকাশ্যে কথা বলা মানা!
আমি মনে করি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করতে হলে শিক্ষার বিস্তার জরুরি। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যেগ নেওয়া যেতে পারে। একইসঙ্গে কিশোর-কিশোরীদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে তারা নিজের শরীর সম্পর্কে সচেতন হতে পারে এবং নিজেদের জন্য নিরাপদ সিদ্ধান্ত নিতে পারে।
আমি আশাবাদী আমরা একদিন সাফল্যের মুখ দেখব। এজন্য ব্যক্তি, সমাজ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।