Published : 03 May 2025, 06:28 PM
গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে ৩ মে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯১ সালের ৩ মে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে ইউনেস্কো আয়োজিত এক সেমিনারে আফ্রিকার গণমাধ্যমকর্মীরা ‘উইন্ডহুক ঘোষণা’ নামে একটি নীতিমালা গ্রহণ করেন। সেখানে বলা হয় স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি।
এই ঘোষণার ভিত্তিতে ইউনেস্কোর সুপারিশে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৩ সালের ৩ মে দিনটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে।
এবছর দিবসটির প্রতিপাদ্য ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’। যার মূল ইংরেজি প্রতিপাদ্য ‘রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড: দ্য ইমপ্যাক্ট অব আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড দ্য মিডিয়া’।
এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। প্রযুক্তির এই অগ্রগতি একদিকে সুযোগ তৈরি করছে আবার অন্যদিকে সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
এই প্রেক্ষাপটে ইউনেস্কো বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজন করেছে আন্তর্জাতিক সম্মেলন। ৭ মে পর্যন্ত চলবে নানা সেশনে ভরা এই আয়োজন। যেখানে অংশ নিচ্ছেন সাংবাদিক, নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস মনে করিয়ে দেয় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের প্রধান ভিত্তি। প্রযুক্তি নির্ভর এই সময়ে সেই স্বাধীনতা রক্ষা করা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।