Published : 03 May 2025, 08:10 PM
কুড়িগ্রামে নির্বাচনের মাধ্যমে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) জেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার জেলা শহরের কলেজ মোড়ে সাধারণ পাঠাগারের হলরুমে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
এই নির্বাচনে ৪২ জন সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইয়েস বাংলাদেশের সদস্যরা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে নোশীন তানভীর আহমেদ। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মাহিয়া জান্নাত রোজ।
নবগঠিত কমিটির অন্যরা হচ্ছে- সংগ্রামী সাফিয়া বরণ, সাধারণ সম্পাদক; নিহাফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক; আল আরাফাত, সাংগঠনিক সম্পাদক; আকাশ বাবু, শিশু সাংবাদিক (ছেলে); সামিয়া তাবাসসুম শাম্মী, শিশু সাংবাদিক (মেয়ে); মেহেদী হাসান মিশকাত, শিশু গবেষক (ছেলে); সাবিহা কবীর, শিশু গবেষক (মেয়ে); জান্নাতুল ফিরদাউস মিম, শিশু সংসদ সদস্য (মেয়ে); মুজাহিদ ইসলাম জয়, শিশু সংসদ সদস্য (ছেলে)।
নতুন কমিটি গঠনের পর নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।