বুধবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
Published : 05 Jun 2024, 03:56 PM
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে জেলা প্রশাসন ও শিশু একাডেমি।
বুধবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ হোসেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
জেলা সমাজসেবা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বেসরকারি সমাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় সভায় অংশ নেয়।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেলা শিশু একাডেমি।
শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।