কোভিড: দেশে শনাক্ত নতুন ৬৫ রোগীর সবাই ঢাকার, মৃত্যু নেই

গত তিন দিন ধরে দিনে শনাক্ত রোগী একশর নিচে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 11:25 AM
Updated : 3 June 2023, 11:25 AM

দেশে গত একদিনে আরও ৬৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০৬৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন রোগী শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের সবাই ঢাকার।

তাতে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ১১ শতাংশ। ঢাকায় নমুনা পরীক্ষা করা হয় ৯৩২টি।

এদিকে দুই মাসের বেশি সময় পর শুক্রবার দেশে করোনাভাইরাসে দুজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর। ওই দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ।

দেশে গত সোম থেকে বুধবার- টানা তিনদিন শনাক্ত রোগী একশর ওপর ছিল। পরের গত দুদিন ধরে দিনে শনাক্ত রোগী একশর নিচে নামে, যা শনিবারও অব্যাহত আছে।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ জন কোভিড রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৩৩১ জন।

নতুন করে কেউ মারা না যাওয়ায় মহামারীতে মৃত্যুর সংখ্যা আগের দিনের মতো ২৯ হাজার ৪৪৮ রয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।