ডেঙ্গু: দিনে রোগী ভর্তি ৪০০ ছাড়াল

মৃত্যু হয়েছে চারজনের, তাও এই এ বছরে এখন পর্যন্ত দিনে সর্বাধিক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2023, 12:21 PM
Updated : 17 June 2023, 12:21 PM

বর্ষা মৌসুম শুরুর আগেই দেশে হানা দেওয়া এইডিসবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই।

গত একদিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এই বছর এই প্রথম ৪০০ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭৭ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ বছর এত সংখ্যক ডেঙ্গু রোগীর মৃত্যু আর হয়নি।

নতুনদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬০৩ জনে, যাদের প্রায় অর্ধেকের বেশি ২৫৮১ জনই জুন মাসের প্রথম ১৭ দিনে।

একদিনে মৃত চারজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। তাদের মধ্যে ২০ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৭৭ জন রোগীর মধ্যে ঢাকায় ৪০২ জন এবং ঢাকার বাইরের ৭৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১৩৮ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৯১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন।

বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

গত শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত যত জনের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।