শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছিলেন তারা।
Published : 16 Jul 2023, 07:15 PM
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে শাহবাগ মোড় ছেড়েছেন।
রোববার বিকাল ৫টার দিকে তারা অবস্থান কর্মসূচি থেকে এসেছেন বলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন জানান।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০টার দেক তারা শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় বিএসএমএমইউর ভেতর থেকে শাহবাগ মোড়ে যেতে চাইলে পুলিশ তাদের ফটকেই আটকে দেয়।
পরে ১টার দিকে বিএসএমএমইউ থেকে বেরিয়ে শাহবাগে অবস্থান করতে চাইলে চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।
ভাতা বৃদ্ধির দাবিতে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বিক্ষোভ
বিকাল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল।
সেখান থেকে ফিরে এসেই পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ‘সাত দিনে সমস্যা সমাধানের’ প্রতিশ্রুতির কথা জানান।
তিনি বলেন, “উপাচার্য স্যার আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন আগামী সাতদিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন।
“উপাচার্য স্যারের আশ্বাসে আমরা এখন রাস্তা ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”
মাসিক ভাতা ২০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে গত ৮ জুলাই থেকে বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়ে আন্দোলন করছেন।
এর আগে ৯ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করেছেন তারা।