মাসিক ভাতা বৃদ্ধি এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে গত ৮ জুলাই থেকে কর্মবিরতিতে গিয়ে আন্দোলন করছেন বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
Published : 16 Jul 2023, 12:49 PM
মাসিক ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফটকে বিক্ষোভ দেখিয়েছেন।
‘পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন’ ঘোষণা দিয়েছিল, রোববার সকাল ১০টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা। সে অনুযায়ী পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে জড়ো হন।
এদিকে তাদের কর্মসূচি শুরুর আগে পুলিশ সেখানে অবস্থান নেয়। আন্দোলনকারীরা বিএসএমএমইউর ভেতর থেকে শাহবাগ মোড়ে যেতে চাইলে তাদের ফটকে আটকে দেয় পুলিশ। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় 'ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়', ‘আর কত সস্তায়, নেমে আসো রাস্তায়', 'আশ্বাস নয় প্রমাণ চাই, পঞ্চাশ হাজার ভাতা চাই' ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত চিকিৎসকরা।
বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের ( বিসিপিএস) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা গত ৮ জুলাই থেকে কর্মবিরতিতে গিয়ে আন্দোলন করছেন। ৯ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করেন তারা।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, এর আগে দাবি নিয়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেওয়া হলেও সংকটের সমাধান হয়নি।
“আমরা বিভিন্ন মহলে আমাদের দাবি পেশ করেছি। গত দুই মাস ধরে আমরা আন্দোলন করছি। এখনো পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আজকে এখানে সারাদেশ থেকে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা এসেছেন। দাবি আদায় করেই আমরা এখান থেকে যাব। লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি মেনে নিতে হবে অথবা প্রধানমন্ত্রীকে আমাদের দাবি বিষয়ে আশ্বাস দিতে হবে। তবেই আমরা রাজপথ ছাড়ব।"
জাবির হোসেন বলেন, “আমরা রোগীদের ভোগান্তিতে ফেলতে চাই না। আমাদের ন্যায্য ভাতা দিন, আমরা কর্মস্থলে ফিরে যেতে চাই। আমাদের দাবি যে যৌক্তিক, এটা সবাই জানে। তারপরও কেন দাবি বাস্তবায়ন করা হচ্ছে না?”
আন্দোলনরত চিকিৎসকদের একটি দল গত ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে আসে।
অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইমরান শিকদার পরে বলেছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মনিরা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন তারা।
“উনি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে চেয়েছেন। তার আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগে মঙ্গলবার যে অবস্থান কর্মসূচি ঘোষিত ছিল তা স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”
কিন্তু এরপরও দাবি পূরণের কোনো প্রতিশ্রুতি না পেয়ে রোববার শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ‘পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন’
এর আগে গত মাসে একই দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।