এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮ জন; হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৯৮ হাজার ৫০৪ জন।
Published : 14 Dec 2024, 08:28 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮ জন। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৫০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত এক দিনে যাদের মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন বরিশাল বিভাগ এবং একজন খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬১ জন, ঢাকা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহে ছয় জন, চট্টগ্রামে ৪৭ জন, খুলনায় ১৪ জন, রাজশাহীতে ১১ জন, বরিশাল বিভাগে ৪০ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৯৭ জন; আর ১ হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৯ হাজার ৭২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৪৩২ জন।
ডিসেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬০ জনের।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।