রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
Published : 18 Aug 2024, 09:59 PM
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হকসহ শীর্ষ ছয় কর্মকর্তা পদত্যাগ করেছেন।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
পদত্যাগী অন্য কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. আতিকুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান এবং প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল।
বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিসি স্যার, প্রো-ভিসি স্যারসহ ৬ জন আজ পদত্যাগ করেছেন। মিনিস্ট্রিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।”
তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকার প্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়।
চলতি বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয় সরকার। তার আগে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
সরকার পতনের পর উপাচার্যসহ বেশিরভাগ কর্মকর্তাই বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়ে আসছে বিএসএমএমউইতে।