“পূর্ণ নির্দেশ দেওয়া আছে, যেন কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়,” বলেন তিনি।
Published : 11 Jul 2024, 07:30 PM
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও তা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
তিনি বলেছেন, “ডেঙ্গু চিকিৎসা নিয়ে আমাদের একটা গাইডলাইন আছে। সব চিকিৎসকই ডেঙ্গু চিকিৎসা ও গাইডলাইন সম্পর্কে জানেন৷
“আমাদের পর্যাপ্ত স্যালাইন রয়েছে৷ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডসহ (ইডিসিএল) বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা করেছি৷ আমার পূর্ণ নির্দেশ দেওয়া আছে, যেন কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
মশা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকার দুই সিটি মেয়রের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দুইটি মন্ত্রণালয়কে সমন্বয় করে মশা নিয়ন্ত্রণের কাজ করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় উভয়েরই যৌথ উদ্যোগ থাকা প্রয়োজন।
দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১০৩ জন। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১১ জনে, যাদের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগী ও চিকিৎসকদের সুরক্ষায় ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষার পাশাপাশি রোগীরাও যেন সঠিক সেবা পায় এবং তাদের চিকিৎসায় অবহেলা না হয়, এ বিষয়গুলো নিয়েই আইনটি করা হচ্ছে৷