দুই দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে মশাবাহিত এই রোগটির প্রাদুর্ভাব ঘটেছে।
Published : 27 Jun 2023, 10:40 PM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাসে স্থানীয়ভাবে ম্যালেরিয়ায় সংক্রমিক হওয়া কয়েকজন রোগী শনাক্ত হয়েছে।
বিবিসি জানায়, গত ২০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে মশাবাহিত এই রোগটির প্রাদুর্ভাব ঘটেছে। স্থানীয় প্রশাসন থেকে যা নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল-সিডিসি থেকে বলা হয়, এ রোগ বিস্তারের বিষয়টি সক্রিয় নজরদারিতে রাখা হয়েছে।
যে পাঁচ জন রোগী সনাক্ত হয়েছে তাদের চারজন ফ্লোরিডার এবং একজন টেক্সাসের বাসিন্দা। তাদের চিকিৎসা চলছে।
ম্যালেরিয়া মশাবাহিত রোগী। আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশা সুস্থ মানুষকে কামড়ানোর মাধ্যমে এই রোগ সংক্রমিত হয়। এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না।
আফ্রিকা, এশিয়া এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নিয়মিতই ম্যালেরিয়া আক্রান্ত রোগী দেখতে পাওয়া যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে গত ২০ বছরের ম্যালেরিয়ায় কারো আক্রান্ত হওয়ার রেকর্ড নেই।
যদিও যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলেই ম্যালেরিয়ার সংক্রমণের জন্য দায়ী অ্যানোফেলিস মশা দেখতে পাওয়া যায়। কিন্তু আক্রান্ত ব্যক্তিকে কামড়িয়ে নিজে সংক্রমিত হওয়ার পরই কেবল এই মশা ম্যালেরিয়ার জীবাণু ছড়াতে পারে।
সিডিসি জানিয়েছে, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে তারা ফ্লোরিডা ও টেক্সাসের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করছে। আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ হয়ে উঠছেন।
যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনো ব্যাখ্যা ছাড়াই জ্বর হয়, যদি সম্প্রতি দেশের ভেতর ভ্রমণ, বিশেষ করে ফ্লোরিডা ও টেক্সাসে ভ্রমণ করে থাকেন তবে অবশ্যই সেটিকে ম্যালেরিয়া ধরে নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
ম্যালেরিয়া আক্রান্ত সনাক্ত হওয়ার পর ফ্লোরিডা সরকার থেকে মশাবাহিত রোগ সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, জমে থাকা পানি পরিষ্কার করা এবং হাত-পা পুরোপুরি ঢাকা পোশাক পরার পরামর্শও দেওয়া হয়েছে।