ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১০৮৪ জন

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬২ জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 03:05 PM
Updated : 21 Nov 2023, 03:05 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে আরও আটজনের প্রাণ কেড়েছে মশাবাহিত রোগটি।

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২২১ জন ঢাকা মহানগরে এবং ৮৬৩ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং ঢাকার বাইরে এই সংখ্যা ৩।

এ বছর ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয় ১ লাখ ৬ হাজার ৪২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৯৭ হাজার ৪৯৪ জন ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯০৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৪ হাজার ৪৬২ জন রোগী। তাদের মধ্যে ১১২৮ জন ঢাকায় এবং ৩ হাজার ৩৩৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। নভেম্বরের প্রথম ২১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৩৬১ জন রোগী।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২০ দিনে মৃত্যু হয়েছে ২১৪ জনের।