সবমিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৫০ জনের মৃত্যু হয়েছে।
Published : 08 Dec 2023, 06:35 PM
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে সাতজন মারা গেছে, তাদের মধ্যে ঢাকায় চারজনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে মৃত্যু হয়েছে তিনজনের।
সবমিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৯৫৩ জন এবং ঢাকার বাইরের এ সংখ্যা ৬৯৭।
গত একদিনে সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় রোগীর সংখ্যা ১৮৭, ঢাকায় ভর্তি হয়েছে ৬৪ জন রোগী।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪১১ জনে।
এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৭ হাজার ৫৯৩ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৮১৮ জন।
শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৩৮৪ জন রোগী। তাদের মধ্যে ৬১৫ জন ঢাকায় এবং ১ হাজার ৭৬৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম আট দিনে ভর্তি রোগীর সংখ্যা ৪৫২০।
মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম আট দিনে ২৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।