Published : 17 Oct 2023, 02:54 PM
ডেঙ্গু প্রতিরোধে এইডিস মশা নিধনে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ‘পর্যাপ্ত’ মনে করছেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, "খালি আমরা বড় বড় কথা বললে তো আর ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো আমরা দেখছি এখনো তা পর্যাপ্ত নয়। এটা সত্যি কথা, এটা পর্যাপ্ত নয়।"
কারো অবহেলা নাকি অন্য কোনো কারণে ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছে না, এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ প্রশ্নটা পৌরসভা বা সিটি করপোরেশনকে করলে সেটা ‘যুক্তিসঙ্গত হত’।
নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জে গিয়ে হাসপাতালে ৫০০ ডেঙ্গু রোগী দেখেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগে পাঁচটা রোগী ছিল না, এখন ৫০০ রোগী কোথা থেকে এল?
"সারা জেলা থেকে, আশেপাশের জেলা থেকে এটা এসেছে। সেখানে ডেঙ্গু ছড়িয়েছে সেখানে ড্রেন আছে, পানি ওখানে জমে আছে, ময়লা পড়ে আছে- এগুলো যদি সাফ করা না হয়, স্প্রে যদি না করে, ওষুধ যদি ব্যবহার না করে, তাহলে তো ডেঙ্গু কমবে না।”
এ বছর রেকর্ড আড়াই লাখের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় এগারশ মানুষের মৃত্যু হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
মশা নিধন কার্যক্রমে ঘাটতি দেখলেও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “ডেঙ্গু চিকিৎসার বিষয়ে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের যথেষ্ট পরিমাণে বেড আছে। শুধু ঢাকায় নয়, সব জেলায় আমরা আলাদাভাবে বেড তৈরি করেছি। উপজেলায়ও আমরা আলাদাভাবে বেড তৈরি করেছি।
"সব জায়গায় যাতে যথেষ্ট পরিমাণে ফ্লুইড বা স্যালাইন থাকে সেই ব্যবস্থা করেছি। নিজেরা স্যালাইন আমদানি করেছি, প্রাইভেট সেক্টরকেও আমদানি করার অনুমোদন আমরা দিয়েছি, যাতে স্যালাইনের ঘাটতি না হয়। প্রাইভেটরাও এখন প্রায় ৫০ লাখ স্যালাইন তৈরি করে। এখন আর স্যালাইনের কোনো ঘাটতি নেই।"
ডেঙ্গু আক্রান্তদের সময়মত পরীক্ষা করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আক্রান্তরা তাড়াতাড়ি হাসপাতালে এলে, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। দেরি করে আসলে তখন অনেক সময় করার কিছু থাকে না।”
জাহিদ মালেক বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিয়ন্ত্রণ করতে হলে একটা লম্বা পরিকল্পনা, সারা বছরের পরিকল্পনা পৌরসভা ও সিটি মেয়রদের নিতে হবে।”