কয়েক সপ্তাহ আগে টিজার প্রকাশের পর শুক্রবার সোশাল মিডিয়ায় এসেছে রাণবীর কাপুরের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অ্যানিমাল’-এর দ্বিতীয় গান ‘সতরঙ্গ’। গানটিতে রণবীরের বিপরীতে দক্ষিণ ভারতের নায়িকা রাশমিকা মানদানাকে দেখা গেছে। ‘সতরঙ্গ’ গেয়েছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং। সুর করেছেন শ্রেয়াস পুরনিক; লিখেছেন সিদ্ধার্থ-গরিমা। গত মাসে আসা টিজারে কুড়াল হাতে মারামারির শ্বাসরুদ্ধকর দৃশ্যে দেখা যায় রাণবীরকে। তার সঙ্গে আরেক প্রধান চরিত্রে অনিল কাপুরকে দেখা যাবে এ সিনেমায়। রাশমিকা আছেন রাণবীরের স্ত্রীর ভূমিকায়। এছাড়া খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। আসছে ১ ডিসেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত পারিবারিক গল্পের সিনেমা ‘অ্যানিমাল’।
Published : 27 Oct 2023, 07:25 PM