Published : 22 Nov 2023, 02:35 PM
বলিউডে প্রভাবশালী প্রযোজক-নির্মাতা করণ জোহর তার নতুন সিনেমায় নায়ক করছেন অভিনেতা কার্তিক আরিয়ানকে। আর এই পরিকল্পনাতে মিটেছে দুজনের ‘স্নায়ুযুদ্ধ’।
হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, করণ আর আরিয়ানের ঝামেলা নিয়ে এক সময় দারুণ আলোচনা হয়েছিল ফিল্ম পাড়ায়। এই খবর জানতে ফিরতে হবে দুবছর আগে। ওই সময়ে আরিয়ানকে নিয়ে ‘দোস্তানা ২’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল করণের ধর্মা প্রোডাকশন।
কলিন ডি’কুনহার পরিচালনায় ওই সিনেমার শুটিং হয়েছিল এক মাস। এরপর সিনেমা থেকে বাদ পড়েন আরিয়ান। তার জায়গায় নেওয়া হয় নতুন অভিনেতাকে। করণ আর আরিয়ানের কোন মতদ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছিল, তা নিয়ে করণ মুখ খোলেননি।
তবে আরিয়ান একবার সাংবাদিকদের বলেছিলেন, ক্যারিয়ার এবং জীবনে এমন ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।
“এটা নিয়ে কিছু বলতে চাই না। আসলে আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি, এগুলো আমার মূল্যবোধ। যখন দুজন মানুষের মধ্যে কোনও ঝামেলা হয় আমার মনে হয় সেটা নিয়ে বয়সে ছোট ব্যক্তির প্রকাশ্যে কথা বলা ঠিক নয়। আমি সেটাই মেনে চলেছি,” বলেছিলেন আরিয়ান।
তবে খবর উড়েছিল ‘দোস্তানা ২’ সিনেমায় কাজ শুরুর পর নতুন করে মাত্রাতিরিক্ত পারিশ্রমিক হেঁকে বসেছিলেন আরিয়ান। আর তাতে ঘটে বিপত্তি।
করণ-আরিয়ানের সমস্যা মেটার আভাস মিলেছিল আগেই। বুধবার আরিয়ানের ৩৩তম জন্মবার্ষিকীতে ইনস্টাগ্রামে কার্তিককে নিয়ে ফের সিনেমা বানানোর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন করণ।
করণের পোস্ট করা কার্ড শুরু হয়েছে এভাবে, ‘বিশেষ দিনে কিছু বিশেষ খবর নিয়ে দিয়ে শুরু করছি!’
করণ লিখেছেন, “২০২৫ সালের ১৫ অগাস্ট সিনেমা হলে আসতে চলা এই সিনেমার জন্য আমরা মুখ্য চরিত্রে নির্বাচন করেছি প্রতিভাবান এক অভিনেতা কার্তিক আরিয়ানকে। এই ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের এই একসঙ্গে পথচলা যেন আরও শক্তিশালী হয় এবং বড় পর্দায় জাদু তৈরি করা যেন আমাদের বন্ধ না হয়।”
এই নির্মাতা সিনেমার নাম না জানিয়ে বলেছেন, পরিচালনা করবেন সন্দীপ মোদী আর প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস।
আরিয়ানের সঙ্গে আর কে কে থাকছেন সিনেমায়, সেই নাম গোপন রেখেছেন করণ।
ধন্যবাদ জানিয়ে আরিয়ান বলেছেন, “সাহস এবং ত্যাগে পরিপূর্ণ ভারতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় এবার আমার জীবনের অংশ হতে চলেছে।”
করণকে ‘প্রতিভাবান’ মানুষ বর্ণনা করে নতুন যাত্রা শুরু করতে পেরে গর্বিত বলেও জানিয়েছেন আরিয়ান।
আরিয়ানের এই কথায় ইঙ্গিত মেলে, দেশাত্মবোধক সিনেমায় কাজ করতে চলেছেন তিনি।