'গণপথ'কে প্রশংসায় ভাসিয়েছেন নির্মাতা করণ জোহর।
Published : 25 Oct 2023, 01:01 PM
চর্চা চলছিল অনেকদিন ধরেই, এবার প্রকাশ্যে এল টাইগার শ্রফ, কৃতি শ্যানন ও অমিতাভ বচ্চন অভিনীত অ্যাকশন সিনেমা ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’র টিজার। ভবিষ্যতের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার হাত ধরেই ভারতীয় সিনেমা জগতে নতুন যুগের সূচনা হতে চলেছে বলে নির্মাতাদের দাবি।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় বিকাশ বেহল পরিচালিত অ্যাকশনে ঠাসা ‘গণপথ’-এর টিজার। ১ মিনিট ৪৫ সেকেন্ডের এই টিজারের উচ্চ মানের ভিএফএক্সের ব্যবহার নজর কেড়েছে দর্শকের। এখনও পর্যন্ত আর ভারতীয় সিনেমায় এমনটা দেখা যায়নি বলে দাবি নেটিজেনদের। এই টিজারে কেবল দর্শকরাই মুগ্ধ হয়েছে এমনটা নয়, বুদ হয়েছেন অক্ষয় কুমার ও করণ জোহরের মতো বলিউড তারকারাও।
শুক্রবার ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার ইনস্টাগ্রাম স্টোরিতে টিজরের এক ঝলক শেয়ার করে ‘গণপথ’কে ‘মাস্টারপিস’ বলেছেন।
অক্ষয়ের ভাষ্যে, “টাইগার!! কেউ আপনার মত উড়তে পারে না, লাথি মারতে পারে না, এমনকি এভাবে ধ্যানও করতে পারেনা। কৃতি, আমার আরেক প্রিয় অভিনয় যোদ্ধা-যার সিনেমা মানেই সুপারহিট। মিস্টার বচ্চন স্যার, বরাবরের মতোই আপনার কণ্ঠে আমার শিড়দাড়া কেঁপে ওঠে। ভবিষ্যতমুখী এই ‘মাস্টারপিসটির’ সাক্ষী হতে আর তর সইছে না।”
এদিকে 'গণপথ'কে প্রশংসায় ভাসিয়েছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ সিনেমার নির্মাতা করণ জোহরও।
অক্ষয়ের মতো করণও ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন টিজারের ঝলক। ক্যাপশনে লিখেছেন, “বাহ!!!! এটি চমৎকার দেখতে! কি উত্তেজনাপূর্ণ পৃথিবী!!!!!! এই দশমী বক্স অফিসে আতশবাজি আশা করছে।”
চলতি বছর ২০ অক্টোবর মুক্তি পাবে ‘ডিস্টোপিয়ান স্পোর্টস অ্যাকশন’ সিনেমা ’গণপথ’। সংবাদ সূত্র: পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)