অস্কারের ৯৫তম আসরে বিজয়ীরা মুকুট তুললেন মাথায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার বসে এই আসর। এবারের আসরে সব মিলিয়ে সাতটি পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। দুটি পুরস্কার জিতে বিশ্ব মঞ্চে জয়ধ্বনি ঘোষণা করল ভারতের সিনেমা।
বর্ণবাদের বিতর্ক পেরিয়ে আসার পর দেওয়া হল গোল্ডেন গ্লোবের ৮০তম আসরের পুরস্কার, বছরের শুরুর এই পুরস্কারকে অস্কার জয়ের প্রতিদ্বন্দ্বিতা শুরুর মঞ্চ হিসেবে দেখা হয়। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জে ...