মীর ফাউন্ডেশন হল শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মাদ খানের নামে গড়ে তোলা একটি জনকল্যাণমূলক সংস্থা।
Published : 09 Apr 2023, 11:17 AM
ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করে কলকাতায় অ্যাসিডদগ্ধদের সঙ্গে সময় কাটিয়ে গেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
ইডেন গার্ডেন্সে ষোড়শ আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের প্রথম ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন শাহরুখ। মুম্বাইয়ে ফেরার আগে অ্যাসিড হামলার শিকার হওয়া কয়েকজনের সঙ্গে দেখা করতে তিনি যান মীর ফাউন্ডেশনে। অ্যাসিডদগ্ধ কয়েকজন নারী কাজ করেন সেখানে।
মীর ফাউন্ডেশন হল শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মাদ খানের নামে গড়ে তোলা একটি জনকল্যাণমূলক সংস্থা। এই সংস্থাটি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে।
শাহরুখ সেখানে গিয়ে অ্যাসিডদগ্ধ নারীদের সঙ্গে কথা বলেন, প্রত্যেকের সঙ্গে আলাদা করে ছবি তোলেন। পছন্দের নায়ককে পেয়ে সবাই ছিল খুশি।
মেসিকে টপকে শীর্ষে শাহরুখ
যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’। সেখানে পাঠক জরিপে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারকা ফুটবলার লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন শাহরুখ খান।
এই তালিকায় মেসি ছাড়াও ফেইসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মত ব্যক্তিদের পেছনে ফেলেছেন শাহরুখ।
টাইমের ১২ লাখ পাঠক এ জরিপে অংশগ্রহণ করেন। মোট ভোটের ৪ শতাংশ পেয়ে শীর্ষ স্থান দখল করেন এই বলিউড অভিনেতা।