কাকে ‘খুন’ হতে দেখেছেন রহমান?

ভক্তদের অনেকেই অনুমান করছেন, ভিডিওটির মাধ্যমে সাম্প্রতিক সময়ে নিজের গানের রিমেক নিয়ে অসন্তোস প্রকাশ করেছেন সুরকার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 07:43 AM
Updated : 12 May 2023, 07:43 AM

সোশাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করে এক কনসার্ট নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের অস্কারজয়ী সুরস্রষ্টা এ আর রহমান। তার ভাষ্য, চোখের সামনে একটি গানকে ‘খুন হতে’ দেখেছেন তিনি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ আর রহমান টুইটারে ২০১৭ সালে ‘পোলার মিউজিক প্রাইজ ইভেন্ট’র একটি ভিডিও শেয়ার করে ওই মন্তব্য করেন।

ভিডিওতে দেখা যায়, দর্শকের আসনে বসে রয়েছেন ব্রিটিশ রক ও পপ সঙ্গীতশিল্পী স্টিং। তার সামনে তারই গান ‘এভরি ব্রেথ ইউ টেক’ মঞ্চে পারফর্ম করছেন পুয়ের্তো রিকান সুরকার ও শিল্পী হোসে ফেলিসিয়ানো।

ভিডিও ক্যাপশনে রহমান লেখেন, “স্টিংয়ের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন তিনি। চোখের সামনে বসে স্টিং নিজের গানকে খুন হতে দেখেছেন। আমিও এমন পরিস্থিতিতে পড়েছি।’’

ভিডিওটি শেয়ার করার পরপরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেটি। ভক্তদের অনেকেই অনুমান করছেন, ভিডিওটির মাধ্যমে সাম্প্রতিক সময়ে নিজের গানের রিমেক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সুরকার।

সম্প্রতি সিনেমা ‘ওকে জানু’তে রহমানের ‘হাম্মা হাম্মা’ গানটির রিমেক ভার্সন ব্যবহার করা হয়েছে।

এছাড়া রিমেক করা হয়েছে তার ‘দিল্লি ৬’ সিনেমার ‘মসাকলি’ গানটি। দুই ক্ষেত্রেই নিজের গানের রিমেক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সুরকার।

‘রোজা’র ফাইনাল সাউন্ডট্র্যাকে ‘মুষড়ে’ পড়েছিলেন এ আর রহমান

Also Read: পুলিশের কথায় কনসার্টের মঞ্চ ছাড়লেন এ আর রহমান

Also Read: ‘গান্ধী গডসে’ নির্মাতা পরিস্থিতির শিকার: এ আর রহমান

Also Read: হিন্দিতে নয়, তামিলে বল: স্ত্রীকে এ আর রহমান

Also Read: অস্কারে ‘ভুল’ সিনেমা পাঠাচ্ছে ভারত: এ আর রহমান