‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগমের চিরবিদায়

ইডেন কলেজে পড়ার সময় এই সিনেমায় অভিনয় করেন পিয়ারী বেগম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 12:37 PM
Updated : 30 May 2023, 12:37 PM

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার উত্তরায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মৃত্যুর খবর জানিয়ে পিয়ারী বেগমের ছেলে রবিউল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

“আম্মার তো বয়স হয়েছিল, হার্টেও সমস্যা ছিল। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগ ছিল। বাসাতেই উনার মৃত্যু হয়েছে।”

উত্তরা ১২ নম্বর সেক্টরে মঙ্গলবার তাকে দাফন করা হবে; এর আগে উত্তরা তিন নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান রবিউল।

পিয়ারী বেগমের স্বামী আমিনুল হকও অভিনেতা ছিলেন। ‘মুখ ও মুখোশ’ সিনেমায় তার বিপরীতেই অভিনয় করেছিলেন পিয়ারী। আমিনুল হক ২০১১ সালে মারা যান।

ইডেন কলেজে পড়া অবস্থায় ওই সিনেমাটিতে অভিনয় করে অন্য কলাকুশলীদের সঙ্গে ইতিহাসে ঠাঁই নেন পিয়ারী।

আবদুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ সিনেমাটি ১৯৫৬ সালের ৩ অগাস্ট প্রথম প্রদর্শিত হয়। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন ইনাম আহমেদ ও পূর্ণিমা সেনগুপ্ত। পরিচালক জব্বার খান ছাড়াও অভিনয় করেন জহরত আরা, রহিমা খাতুন, বিলকিস বারি।

পিয়ারী বেগমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।