“এ এক নতুন সূচনা, আর আমরা জানি, আমাদের জীবনও চিরদিনের জন্য বদলে গেল,“ ছেলের জন্মের পর সোনমের উপলব্ধি।
Published : 21 Aug 2022, 03:03 PM
ইনস্টাগ্রামে ভিডিও পোস্টে বাজছে লাগল বব র্মালের ‘থ্রি লিটল বার্ডস’, আর নীল হৃদয়ের ইমোজি বলছে সোনম কাপুর কতটা খুশি।
এই বলিউড অভিনেত্রী আর তার স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। শনিবার ইনস্টাগ্রামে নিজেই সুখবর দিয়েছেন সোনম।
ইনস্টাগ্রামে তার সেই পোস্টে লেখা, ’২০২২ সালের ২০ অগাস্ট আমরা আমাদের সুন্দর ছেলেটাকে হৃদয় খুলে কুর্নিশ করে স্বাগত জানালাম। চিকিৎসক, নার্স, বন্ধু আর পরিবারের সদস্য, যারা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন, এই যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
“এ এক নতুন সূচনা, আর আমরা জানি, আমাদের জীবনও চিরদিনের জন্য বদলে গেল।“
নির্মাতা ফারাহ খান, নিতু কাপুরসহ অনেকেই শেয়ার করেছেন সোনম কাপুরের ওই পোস্ট। শুভাকাঙ্ক্ষী আর ভক্তদের অভিনন্দনের বন্যা বইছে সোশাল মিডিয়ায়।
অনেক গুঞ্জন আর লুকোচুরির পর জমকালো আয়োজনে ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল কাপুরের মেয়ে সোনম।
বিয়ের পর থেকে বড় পর্দায় আগের মত সোনমকে দেখা যাচ্ছে না। বেশিরভাগ সময় এ দম্পতি লন্ডনে থেকেছেন।
চলতি বছরের মার্চে সোশাল মিডিয়ায় নিজেদের একটি ছবি পোস্ট করে ঘরে নতুন অতিথি আসার খবর দিয়েছিলেন সনম।
সে সময়ে লিখেছিলেন, “চারটি হাত, নিজেদের সেরাটা দিয়ে তোমাকে গড়ে তোলার চেষ্টায়। দুটি হৃদয়, স্পন্দিত হবে তোমারই সঙ্গে, এ পথের পুরোটা সময়। একটি পরিবার, তোমাকে আগলে রাখবে যত্নে, ভালোবাসায়। তোমাকে স্বাগত জানাতে তর সইছে না আর।“
মাসখানেক আগে লন্ডনের বাড়িতে ঘটা করে সোনমের ‘বেবি শাওয়ার’ এর খবর এসেছিল ভারতীয় সংবাদ মাধ্যমে। এরপর জুলাইয়ে দেশে ফেরেন এ নায়িকা।
সনম কাপুরকে সর্বশেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের থ্রিলার ‘একে ভার্সেস একে’ সিনেমায় বাবা অনিল কপূর আর নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে। তার আগে ২০১৯ সালে দুলকার সালমান আর অঙ্গদ বেদীর সঙ্গে অভিনয় করেছিলেন জয়া ফ্যাক্টর সিনেমায়।