তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্রের পর এখন অপেক্ষা সেন্সরবোর্ড থেকে অনুমোদনেরও।
Published : 21 Jan 2024, 07:26 PM
বলিউডের মতো একই দিনে বাংলাদেশেও হৃত্বিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন নির্ভর ছবি ‘ফাইটার’ মুক্তি দেওয়ার চেষ্টা চলছে।
এর অংশ হিসেবে রোববার তথ্য মন্ত্রণালয় থেকে বলিউডের সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। এখন অপেক্ষা সেন্সরবোর্ড থেকে অনুমোদনের।
সেখানে ছাড়পত্র মিললেই সিনেমাটি ভারতসহ অন্যান্য দেশের মতো একই দিন ২৫ জানুয়ারি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক কোম্পানি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
অনন্য মামুন গ্লিটজকে বলেন, “তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেয়েছি, আগামী মঙ্গলবার সেন্সরবোর্ডে সিনেমাটি জমা দেওয়া হবে।”
ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বানানো এ ছবি আগামী ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিদেশি সিনেমা আমদানির ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকেও ছাড়পত্র নেওয়ার নিয়ম রয়েছে।
এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলিউডের 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিমেল' ও 'ডানকি' বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল।
'ফাইটার' সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃত্বিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এটি হৃত্বিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে এ অভিনেতা নিয়ে করেছিলেন ‘ওয়ার’।
অক্টোবরে সিনেমার শুটিং শেষ হওয়ার আগে ও পরে এটির টিজার প্রকাশ করা হয়েছে।
বলিউডের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা হতে চলেছে ‘ফাইটার’। চলতি বছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পায় ‘ফাইটার’ এর প্রথম টিজার; যেখানে পুরোদস্তুর অ্যাকশন অবতারে উপস্থিত হয়েছেন হৃত্বিক, দীপিকা ও অনিল কাপুর।
ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশে মারপিট হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।
আরও পড়ুন:
আকাশপথে দেশ বাঁচানোর যুদ্ধ দেখাবে ‘ফাইটার’