আগামী ৩ ফেব্রুয়ারি থেকে কালারস টিভিতে সম্প্রচারিত হবে নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে’।
Published : 23 Feb 2024, 04:56 PM
একসময় সিনেমার পর্দায় নাচে ঝড় তোলা অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানের ব্যস্ততা নাচের রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে। তেমনই একটি শোয়ে কেঁদে ভাসিয়েছেন এই নায়িকা।
‘ড্যান্স দিওয়ানে-৪’-এর বিচারক মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি। ওই অনুষ্ঠানের নতুন এক প্রমো ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, একটি নাচ দেখে মাধুরী দীক্ষিত কাঁদছেন। পাশে বসা সুনীল শেঠিরও চোখে পানি।
হিন্দুস্তান টাইমস বলছে, একটি নাচ দেখেই চোখের পানি ধরে রাখতে পারেননি এই দুই তারকা।
ওই নাচের থিম ছিল, 'জীবন ও মৃত্যু'।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে কালারস টিভিতে সম্প্রচারিত হবে নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে’।
দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা মাধুরী আগামীতে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় ‘ভূত’ চরিত্রে অভিনয় করতে চলেছেন।
‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তি পাবে বছরের শেষ দিকে দীপাবলীর সময়ে।
১৯৮৮ সালে তেজাব সিনেমায় ‘এক দো তিন’ এ সঙ্গে নেচে মাধুরী যে ঝড় তুলেছিলেন, তারপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। তেজাব হিট হওয়ার পর মাধুরীর মধ্যে নতুন মধুবালাকে খুঁজে পেয়েছিল ভারতের দর্শকরা। তারপর একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন তিনি।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। বিয়ের পরপর কয়েকটি সিনেমা করলেও সন্তান হওয়ার পর বিরতি দেন অভিনয়ে।
দুই সন্তান বড় হওয়ার পর আবার অভিনয়ে ফিরেছেন মাধুরী। বছর খানেক আগে ওটিটিতেও কাজ করেন তিনি।তবে বড় পর্দার সিনেমার দর্শকরা মাধুরীকে এর মধ্যে আর পাননি।