মূকাভিনয় রীতিতে ‘ম্যাকবেথ’ মঞ্চে আনছে স্বপ্নদল

মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর কাহিনি পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2023, 04:01 PM
Updated : 12 Jan 2023, 04:01 PM

বাঙলা মূকাভিনয় রীতিতে ‘ম্যাকবেথ’ মঞ্চে আনতে যাচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর কাহিনি পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসবে ১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ। অতিথি থাকবেন নাট্যগবেষক বাবুল বিশ্বাস, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান ইস্রাফিল আহমেদ।

স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল, শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।

স্বপ্নদল প্রধান জাহিদ রিপন বলেন, “মূকনাট্য বা মাইমোড্রামা হচ্ছে মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্যপ্রযোজনা। সারবিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম।”

ঐতিহ্যের ধারায় গবেষণাগার নাট্যপদ্ধতিতে নির্মিত মূকনাট্য ‘ম্যাকবেথ’ প্রযোজনাটি স্বপ্নদল নাট্যাচার্য সেলিম আল দীনের স্মৃতির প্রতি উৎসর্গ করেছে বলেও জানান তার ছাত্র জাহিদ রিপন।

‘ম্যাকবেথ’ নির্মাণে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।